বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সহসাই বিয়ে করবেন না বলে জানালেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নিজের বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনাও তার নেই। এমনকি নিজের জীবনসঙ্গীর গলায় কবে মালা পরাবেন সেটাও নিশ্চিত করেননি ৩১ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী।
বিয়ে সম্পর্কে দীপিকা বলেন, "বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। আমার মনে হয় না বিয়ের সঙ্গে বয়সের কোনো সম্পৃক্ততা আছে। এটা আসলে যিনি বিয়ে করবেন তার মন, চারপাশের পরিস্থিতি ও আত্মীয়স্বজনের ওপর নির্ভর করে। আমি বয়সের পরিমিতি সঙ্গে বিয়েকে মিলিয়ে ফেলায় বিশ্বাসী নই। এমনও অনেকে আছেন যাদের বয়স ৪০ বছর পেরিয়ে গেলেও বিয়ে করেননি। আবার অনেকে ২১-২২ বছরেই ঘর বাঁধেন। আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত নই।
উল্লেখ্য দীপিকার সঙ্গে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের প্রেমের জোর গুঞ্জন বেশ কিছিদিন ধরেই চলছে বলিউড পাড়ায়। তবে জনসমক্ষে তারা কখনই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। মাঝে ধারণা করা হয়েছিল তাদের সম্পর্কে ভাটা নেমে এসেছে। তবে হলিউডে দীপিকার প্রথম ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর মুম্বাই প্রিমিয়ারে হাতে হাত রেখে অংশ নেন এই দুই বলিউড তারকা। তা থেকেই স্পষ্ট যে তাদের দু’জনের রসায়ন ভালই চলছে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৮