শাহরুখ খানের রইস ছবিটি মুক্তি পেয়েছে বুধবার। প্রথমদিনেই ব্যবসার পরিমাণ ২০ কোটি ৪২ লাখ। বৃহস্পতিবার ছিল সাধারণতন্ত্র দিবস। সেই ছুটির দিনে কত টাকার ব্যবসা হল, সেই চিত্রটা শুক্রবার সকাল পর্যন্ত পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে দুই দিন মিলিয়ে অঙ্কটা নিশ্চিতভাবেই চল্লিশ কোটি ছাপিয়ে যাবে।
গত বছরের জুলাইয়েই মুক্তি পাওয়ার কথা ছিল রইস–এর। কিন্তু ঈদের সময় মুক্তি পেয়েছিল সালমান খানের সুলতান। একইসঙ্গে দুই খান–এর ছবি মুক্তি পাক, এমনটা চাননি প্রযোজক। তাই মুক্তি পিছিয়ে দেওয়া হয়। ২৬ জানুয়ারি দিনটির কথা মাথায় রেখে সপ্তাহের মাঝপথেই মুক্তি পায় রইস, একইদিনে মুক্তি পায় ঋত্বিক রোশনের কাবিল।
তবে প্রথমদিনে কাবিলের ব্যবসা আট কোটির কম বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম