কৃষ্ণ ও চিত্রা হরিণ হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সালমান খান। শুক্রবার যোধপুর আদালতে জবানবন্দি রেকর্ড করতে গিয়ে সালমান বলেন, আমি নির্দোষ। এ মামলায় যাদের জড়ানো হয়েছে, ঘটনার দিন তারা হোটেল রুম থেকেই বের হননি। খবর এনডিটিভির।
হরিণ হত্যা মামলায় সালমানের সঙ্গে আসামীর তালিকায় আরও আছেন জনপ্রিয় অভিনেত্রী টাবু, সাইফ আলী খান, নীলাম ও সোনালী বেন্দ্রে। বৃহস্পতিবার তারা যোধপুর পৌঁছান এবং আজ আদালতে জবানবন্দি রেকর্ড করেন।
সালমানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৯৯৮ সালে 'হাম সাথ সাথ হ্যায়' সিনেমার শুটিং করতে যোধপুর গিয়ে বেআইনিভাবে হরিণ শিকার করেছিলেন। তবে সালমান খানের লাইসেন্স করা বন্দুকের গুলিতেই যে হরিণ মারা যায় তার প্রমাণ পাওয়া যায়নি।
দীর্ঘ ১৮ বছর পর সম্প্রতি মামলাটি থেকে ছাড়া পান সালমান। কিন্তু আবারও এ নিয়ে ঝামেলায় পড়ছেন তিনি। শুক্রবার আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, ভুলের বশবর্তী হয়ে এ ঘটনায় তাকে জড়ানো হচ্ছে।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা