বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সব সময়ই কোন না কোনভাবে আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানসহ বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় না করার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
সেই সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘বলিউড বাদশার সঙ্গে অভিনয় করতে কে না চায়? কিন্তু আমি এমন কারো সঙ্গে কেন অভিনয় করব না, যাঁর বিপরীতে অভিনয় করলে কেউ আমাকে গুরুত্ব দেবে না।’
খানদের সঙ্গে কোনোরকম তিক্ততা আছে কি না এমন প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, “না, তেমন কিছু নয়। আমির খান আমার সঙ্গে তাঁর সিনেমা নিয়ে কথা বলেছেন। আমার মনোভাব সব সময় ব্যতিক্রম। কুইন মুক্তি পাওয়া পর্যন্ত খানদের বিপরীতে অভিনয় করতে চাইতাম। কিন্তু তনু ওয়েডস মনু মুক্তির পর আমি বুঝতে পারি, আমি প্রধান চরিত্র নই। এটা হতাশ করেছে।”
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১