৯০'এর দশকের আলোচিত ছবি এহতেশামের ‘চাঁদনী’। আর এই ছবির মাধ্যমে অভিষেক ঘটে নাঈম-শাবনাজ জুটির। দারুণ ব্যবসা সফল সেই ছবিটির নামে নতুন ছবি পরিচালনা করতে যাচ্ছেন শামীমুল ইসলাম শামীম। এটা রিমেক কোন সিনেমা না। এটা হবে মৌলিক গল্পের সিনেমা।
আর এবারের ‘চাঁদনী’ ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা জায়েদ খান ও আসিফকে।
আজ রবিবার রাজধানীর একটি হোটেলে 'চাঁদনী' ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পরীমণি, জায়েদ খান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা মিশা সওদাগর, কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ অনেকে।
বিডি-প্রতিদিন/মাহবুব