সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বাহুবলী দ্য কনক্লুশান’-এর নতুন পোস্টার। সেখানে ফিরে এসেছে বাহুবলী ও কাটাপ্পার ইতিহাস। পরিচালক এস এস রাজামৌলি আলো ফেলেছেন সেই পরিচিত সম্পর্কের ওপর। টুইট করে পোস্টার মুক্তির কথা জানিয়েছেন তিনি। পোস্টারে দেখা যাচ্ছে শিশু বাহুবলীকে কোলে নিয়ে হাসছেন কাটাপ্পা। তার ঠিক নীচেই রয়েছে সেই ক্লাইম্যাক্স মুহূর্ত। যেখানে বড় হওয়ার পর বাহুবলীকে খুন করছেন কাটাপ্পাই।
কেন এই খুন?
এর উত্তর নাকি পাওয়া যাবে এই ছবিতেই। যদিও শোনা যাচ্ছে, বাহুবলীর গল্প নাকি ফাঁসও হয়ে গেছে। কিন্তু সে সবই গুজব বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ২৮ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। ২০১৫-এ মুক্তি পাওয়া ‘বাহুবলী’র থেকেও এটি বক্স অফিসে বেশি সাফল্য পাবে বলে আশা সকলের। সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার