বলিউড বাদশাহ শাহরুখ খানলে সম্প্রতি বাঁ কাঁধে সামান্য অস্ত্রোপচার করতে হয়েছে। এ অস্ত্রোপচারের পর খানিকটা সুস্থ হয়েও উঠেছেন তিনি। সুস্থ হয়ে ওঠার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি আপ করেন তিনি। আর সেই ছবিতে তার পাশে আমির খানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জানা যায়, নিজের সুস্থতা উপলক্ষে শাহরুখ খান নিজের বাড়ি মান্নাতে আয়োজন করেন একটি ছোট ‘গেট টুগেদারের’ পার্টি রাখেন। সেখানে আমির খান উপসস্থিত হন। আমির ছাড়াও নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রিড হেস্টিংস উপস্থিত ছিলেন।
কিছুদিন আগেই শাহরুখ খানের ‘রইস’ মুক্তি পেয়েছে, সামনে তাকে দেখা যাবে ইমতিয়াজ আলির নতুন ছবিতে। আর আমির খানের হাতে রয়েছে ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘থাগস অব হিন্দুস্তান’ ছবি।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮