আর তিন দিন পরেই 'বাহুবলী ; দ্য কনক্লুশান' ছবিটির ট্রেইলার প্রকাশ করা হবে। ছবির মূল অভিনেতা বাহুবলী চরিত্রে রূপদানকারী প্রভাস এ তথ্য জানিয়েছেন। ট্রেইলারের এক ঝলক সোমবার প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে প্রভাসকে। মাথা নাক-মুখ গড়িয়ে রক্ত পড়ছে। তবে সেই তীক্ষ্ণ দৃষ্টিটা একটুও ম্লান হয়নি।
সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ২৮ এপ্রিল মুক্তি পাবে এস এস রাজামৌলি পরিচালিত 'বাহুবলী ; দ্য কনক্লুশান'। গতকাল ছবিটির নতুন পোস্টার প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে ছবিটির অন্যতম জনপ্রিয় চরিত্র কাটাপ্পাকে। যিনি বাহুবলীকে নিজ হাতে মানুষ করে নিজেই আবার হত্যা করেছিলেন।পোস্টারে ছোট ও বড় দুই বয়সের বাহুবলীকেই দেখা গেছে কাটাপ্পার সঙ্গে।
বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৭/ফারজানা