‘ব্যাটল অব সরগার্হি’ নিয়ে করণ জোহর ঠিক করেছিলেন সিনেমা তৈরি বানাবেন। যেখানে অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজনা করার কথা ছিল অক্ষয় কুমারের। ঠিক হয়েছিল ওই ছবিতে অভিনয় করবেন সালমান খানও। পরে অাবার গুজব রটে সালমান খান হঠাৎই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু খবরটা যে আদৌ সত্যি নয় তা নিজেই জানিয়েছেন বলিউড সুপারস্টার।
রবিবার ট্যুইট করেন সালমান খান বলেন, ‘কোনও গুজবে কান দেবেন না। একবার যখন আমি কথা দিয়েছি তখন কথা রাখব। অক্ষয়ের সঙ্গে ছবিটা আমি করছি।’
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৭/মাহবুব