বলিউডে অভিষেক হতে যাচ্ছে সানি দেওলের বড় ছেলে করণের। আর ছেলের প্রথম ছবির জন্য নায়িকাও বেছে দিলেন বাবা সানি দেওল স্বয়ং নিজেই।
জানা গেছে, বলিউডে করণের পথ মসৃণ করতে কোনও কসুরই করেননি সানি। ইতিমধ্যেই ছেলের অভিষেক ছবির নামও ঠিক করে ফেলেছেন তিনি। ‘পাল পাল দিল কে পাস’। এমনকী ছবির পরিচালকও সানি দেওল। এই ছবির নায়িকা বাছাইয়ের কাজ চলছিল বেশ কয়েক মাস ধরেই। সে পর্বও এখন শেষ। সানি পরিচালিত সেই রোম্যান্টিক কমেডিতে করণের বিপরীতে থাকবেন সহের বাম্বা।
সিমলায় বেড়ে ওঠা সহের বেশ কিছু দিন ধরেই মডেলিং করছেন। অভিনয়ের টানেই পা রেখেছেন মুম্বাইয়ে। আর সেখানে আসামাত্র পেয়ে যান সানির ফিল্মের অফার। বলিউডের কোনও পরিচিত মুখ নন, বরং করণের মতোই ফ্রেশ চেহারার সহেরকেই দেখা যাবে এই ছবিতে। আগামী এপ্রিল থেকেই এই ছবির শুটিং শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪