সংগীতশিল্পী কালিকা প্রসাদের গাড়ি কেন দুর্ঘটনার শিকার হল? কেন অকালেই প্রাণ হারাতে হল লোকগানের এই শিল্পীকে? তদন্তে নেমে চালকেরই গাফিলতি খুঁজে পায় কলকাতার পুলিশ। এই অভিযোগের দায়ে রবিবার রাতে ওই চালককে গ্রেফতার করা হল।
আগেও সেই চালককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গাড়ির অন্যান্য যাত্রীদেরও জিজ্ঞাসা করা হয়েছিল। পুলিশ নিশ্চিত, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাঁর গাফিলতিতেই এত বড় একটি দুর্ঘটনা ঘটল। হাইওয়েতে গাড়ি চালানোর আগে তার আরও সতর্ক হওয়া উচিত ছিল। ভারতের হুগলি জেলার পুলিশ রবিবার কসবা থেকে গ্রেফতার করে সেই চালককে। তাকে চুঁচুড়া কোর্টে তোলা হবে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা মামলা দেওয়া হয়েছে। সূত্র: আজকাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার