'আইসক্রিম' তারকা নাজিফা তুষি একবছর পর মিউজিক্যাল ফিল্ম দিয়ে ফিরছেন। ছবিটির নাম 'না'। ইউটিউব চ্যানেলসহ দেশের প্রায় সব টিভি চ্যানেলে ছবিটি ২৮ মার্চ মুক্তি পাচ্ছে।
মিউজিক্যাল ফিল্ম 'না' এ অভিনয় করেছেন র্যাম্পের জনপ্রিয় মুখ ইফতেখার জায়েব এবং রক গানের তরুণ কণ্ঠশিল্পী রনি। ‘না’এর গল্পটি গড়ে উঠেছে ‘না’ শিরোনামের একটি মেলো রক গানকে ঘিরে। ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরীর কথা-সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রনি। আর এটিকে গল্পে রূপান্তর করে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মুস্তাফি শিমুল।
রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবিটি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তুষির। গত বছরের ২৯শে এপ্রিল মুক্তি পায় ছবিটি। এতে তুষির বিপরীতে ছিলেন দুই নবাগত নায়ক উদয় এবং রাজ।
বিডি প্রতিদিন/১৪ মার্চ, ২০১৭/ফারজানা