অভিনয়ের খাতিরে মারামারি করতে গিয়ে নিজের দুইটি দাঁত ভেঙে ফেলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শার্লিজ থেরন। 'অ্যাটমিক ব্লন্ড' নামের ওই ছবিতে এক সমকামী গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন তিনি।
সাউথ বাই সাউথ ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে সম্প্রতি 'অ্যাটমিক ব্লন্ড' ছবিটি প্রদর্শিত হয়। সেখানেই শ্যুটিংয়ের সময় অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নিজের দাঁত ভাঙার কথা জানান অস্কারজয়ী এ অভিনেত্রী।
থেরন বলেন, ছবির শ্যুটিং শুরু আগে প্রশিক্ষণ নেয়ার সময় আমি পেছনের দুটি দাঁত ভেঙে ফেলি। দাঁত ঠিক করতে শ্যুটিং শুরু হওয়ার আগেই আমি অপারেশন করিয়েছিলাম। কিন্তু এখনো সমস্যা দূর হয়নি। উল্টো দাঁতগুলো দেখতে বিশ্রী হয়ে গেছে। দাঁতের জন্য এখনো আমাকে সার্জারি করাতে হচ্ছে। এটা খুবই উদ্ভট একটা ব্যাপার।
ডেভিড লিচ পরিচালিত 'অ্যাটমিক ব্লন্ড' ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৮ জুলাই। ছবিটিতে আরও অভিনয় করেছেন জেমস ম্যাকএভয়, জন গুডম্যান, সোফিয়া বৌতেলা, টবি জোন্স, এডি মারসান।
'অ্যাটমিক ব্লন্ড' ছবিটির ট্রেইলার:
সূত্র : ইয়াহু নিউজ
বিডি প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/ফারজানা