ভারতের জনপ্রিয় সঙ্গীতজ্ঞ গুলশান কুমারের জীবনী নিয়ে সিনেমা হচ্ছে বলিউডে। সুভাষ কাপুরের চিত্রনাট্য ও পরিচালনায় এতে গুলশান কুমারের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া অক্ষয় অভিনীত 'জলি এল এলবি টু' ছবিটি নির্মাণ করেছিলেন সুভাষ কাপুর। গুলশান কুমারের জীবনী নিয়ে নির্মিতব্য নতুন ছবির নাম 'মোগল : দ্য স্টোরি অব গুলশান কুমার'। বুধবার সকালে ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।
এক বিবৃতিতে অক্ষয় বলেছেন, গুলশান স্যারের সম্পর্কে আমার জানার সৌভাগ্য হয়েছিল। ক্যারিয়ারের প্রথম ছবি থেকেই তার সঙ্গে আমার ঘণিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। অনেক বিষয়ে আমাদের মধ্যে মিল আছে এবং আমরা একই ধরনের পরিবেশ থেকে উঠে এসেছি। তার ভূমিকায় সিনেমায় অভিনয় করতে পেরে আমি আনন্দিত।
বিডি প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/ফারজানা