সরকারি অনুদানের ছবি 'দেবী'তে মিসির আলীর চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটি নির্মিত হবে নন্দিত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের উপন্যাস 'দেবী' অবলম্বনে।
ছবিটি পরিচালনা করছেন 'আয়নাবাজি' ছবির সংলাপ-চিত্রনাট্যকার অনম বিশ্বাস। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান থাকছেন রানুর ভূমিকায়। রানুর স্বামী আনিসের চরিত্রে অভিনয় করছেন নির্মাতা অনিমেষ আইচ।
সরকারি অনুদানের পাশাপাশি ছবিটির প্রযোজক হিসেবে আছেন জয়া আহসান। তার ‘সি-তে সিনেমা’ ব্যানার থেকে এটি নির্মাণ হচ্ছে। জয়া বলেন, হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে অনুমোদন ও সরকারের অনুদান প্রাপ্তির পর থেকেই আমরা এটি নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। আগামী ২০শে মার্চ থেকে দিনাজপুরের একটি গ্রামে এর শুটিং শুরু হবে। এরপর হবে নাটোরে। আশা করছি, ভালো কিছু হবে। আমরা শতভাগ চেষ্টা করবো হুমায়ূন স্যারের মূল উপন্যাসের বিষয়টি ধরে রাখতে।
'দেবীর অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৭/ফারজানা