ভারতের নবীন অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিনের পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন শাহরুখ খান। আগে থেকেই খবর ছিল সংবাদমাধ্যমের কাছে। ফলে, তৈরি ছিল চিত্রগ্রাহকদের দলও। শাহরুখের গাড়ি আসতেই তার উপরে ঝাঁপিয়ে পড়েন চিত্রগ্রহকরা। সকলেই ক্যামেরাবন্দি করতে চায় বলিউড বাদশার ছবি।
চিত্রগ্রাহকদের এই হুড়োহুড়ির মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। এক চিত্রগ্রাহক শাহরুখের গাড়ির উপরে ঝাঁপ দিতে গিয়ে পা পিছলে পড়ে যান। আর শাহরুখের গাড়ির চাকা তার পা-এর উপরে উঠে যায়। তড়িঘড়ি দরজা খুলে বেরিয়ে আসেন শাহরুখ।
চিত্রগ্রাহকের পিঠে হাত দিয়ে তিনি বলেন , 'ভয় পেয়ো না। সব ঠিক হয়ে যাবে।' এরপরই শাহরুখ তার গাড়িতে সেই চিত্রগ্রাহককে তুলে নেন এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সাহায্যে তাকে নানাবতী হাসপাতালে ভর্তি করান। শাহরুখ ফোন করে তার ব্যক্তিগত চিকিৎসককেও হাসপাতালে পৌঁছতে অনুরোধ করেন।
হাসপাতালের যাবতীয় খরচই নাকি বহন করছেন শাহরুখ। আহত চিত্রগ্রাহক আপাতত ভালো আছেন। এই চিত্রগ্রাহক কিছুদিন আগেই কাজে যোগ দিয়েছিলেন। শাহরুখের অ্যাসাইনমেন্ট নাকি এই প্রথম তিনি কভার করছিলেন।
বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৭/ফারজানা