সেন্সর ছাড়পত্র পেয়েছে অনিমেষ আইচ পরিচালিত 'ভয়ংকর সুন্দর' ছবিটি। ছবিতে কলকাতার অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের অভিনেত্রী ভাবনা মূল চরিত্রে অভিনয় করেছেন। মতি নন্দীর ছোটগল্প 'জলের ঘূর্ণী ও বক বক শব্দ' অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি নির্মাণ করা হয়েছে।
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ।
'ভয়ংকর সুন্দর' ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, চিত্রগ্রহণে খায়ের খন্দকার, নৃত্য পরিচালনায় সোহাগ, পোশাক পরিকল্পনায় চিন্ময়ী গুপ্তা কাজ করেছেন। ছবিটি এপ্রিলে মুক্তি পেতে পারে।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৭/ফারজানা