হিন্দি ছবি নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। নাম ঠিক না হওয়া ছবিটির নায়িকা বলিউডের শ্রদ্ধা কাপুর। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এ তথ্য জানিয়েছেন।
আব্দুল আজিজ বলেন, শ্রদ্ধা কাপুরের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি রাজি, তবে এখনো তাকে চুক্তিবদ্ধ করিনি। সামনের বছরই শুটিংয়ে যাব, সেভাবেই এগোচ্ছি। পরিচালনা করবেন মুম্বাইয়ে নামি এক পরিচালক। তবে গল্প আমাদের। চিত্রনাট্য তৈরি করেছে জাজ মাল্টিমিডিয়া টিম।
ছবিতে শ্রদ্ধার নায়ক কে হবেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি। যদি বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয় তাহলে বাংলাদেশের কোনো অভিনেতাই থাকবেন।
হিন্দি ছবি নির্মাণ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, আমি তো ব্যবসায়ী। সব দিক চিন্তা করেই বলিউডে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছি। হিন্দি ছবিতে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুধু বলিউড কেন, হলিউডের ছবিও করব আমরা।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৭/ফারজানা