১৯৯৯ সালের জনপ্রিয় সাইন্স ফিকশন ছবি ম্যাট্রিক্স। ‘ম্যাট্রিক্স’ ভক্তদের জন্য সুখবর। এবারে নতুন প্রযোজনায় আবারও পর্দা মাতাতে আসছে এই জনপ্রিয় সাইন্স ফিকশন ছবিটি।
হলিউড রিপোর্টাস ডটকম বলছে, ‘ম্যাট্রিক্স’ (১৯৯৯), ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (২০০৩) ও ‘ম্যাট্রিক্স রিভোলিউশন’ (২০০৩)-এর পর ২০১২ সালে এ ছবির স্বত্ব বিক্রি করে দিয়েছিলেন প্রযোজক জোয়েল সিলভার। নতুন এ সিনেমায় দেখা যাবে না পুরনো ‘ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভস’কে। পরিচালক ওয়ার্নার ব্রোস এর নতুন এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যেতে পারে মিশেল বি জর্ডান’কে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬