সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রিয়াঙ্কা সরকারের 'সাবেক স্বামী' বলে পরিচয় দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জী। ২০১০ সারে রাহুল-প্রিয়াঙ্কার বিয়ে হয়। সম্প্রতি গুঞ্জন উঠে, তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। সেটিই এবার খোলাসা করলেন রাহুল।
সম্প্রতি একটি ফেসবুক পোস্টে প্রিয়াঙ্কাকে ট্যাগ করেন রাহুল। সেখানে তিনি লিখেছেন, আমি জানি তুমি সহজকে (প্রিয়াঙ্কা-রাহুলের ছেলের নাম সহজ) কতটা মিস কর… এটা ওর আর তোমার প্রাক্তন স্বামীর তরফ থেকে…তুমি সেরা মা আর অসাধারণ অভিনেত্রী…সাবধানে থেকো…।
জানা গেছে, বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন রাহুল-প্রিয়াঙ্কা। ছেলে সহজকে নিয়ে কামালগাজির ফ্ল্যাটে থাকেন প্রিয়াঙ্কা। কিন্তু বিয়ে ভেঙে দেওয়ার জন্য ডিভোর্সের আবেদন করেছেন কি না তা নিয়ে মুখ খুলতে নারাজ সব পক্ষই।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৭/ফারজানা