রাজশাহীতে চলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভেনিজুয়েলা, ইরান, আয়ারল্যান্ড, জার্মানি, গ্রিস, স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, কানাডা এবং চিলির ৭০টি চলচ্চিত্র স্থান পেয়েছে।
শুক্রবার বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে উৎসবের উদ্বোধন করবেন নগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ২১ মার্চ বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
পাঁচ দিনব্যাপী এ উৎসবে একযোগে রাজশাহীর লালন শাহ্ মুক্তমঞ্চ এবং বড়কুঠি মুক্তমঞ্চে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রগুলো। রাজশাহী ফিল্ম সোসাইটি জানায়, উৎসবকে সারাদেশে ছড়িয়ে দেবার প্রত্যয়ে উত্তরবঙ্গের চলচ্চিত্র শিল্পের বিকাশ এবং চলচ্চিত্র শিল্পের বিকেন্দ্রীকরণের প্রচেষ্টা নিয়ে প্রথমবারের মতো রাজশাহীতে আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
উৎসবে উত্তরবঙ্গের প্রযোজক-পরিচালকদের নির্মিত চলচ্চিত্র নিয়েও থাকছে প্রতিযোগিতা ও প্রদর্শনী।
বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৭/ফারজানা