'বসগিরি'র পর মিজানুর রহমান লাবুর '৯৯ ম্যানসন' ছবিতে গাইলেন ন্যান্সি-ইমরান। রোমান্টিক ধাঁচের ওই গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। বেইলি রোডের স্টুডিওতে সম্প্রতি এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
ন্যান্সি বলেন, ইমরানের সঙ্গে এর আগে আমার গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেছেন। এবারের গানটিও খুব রোমান্টিক। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।
ইমরান বলেন, ন্যান্সি আপু আমার প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। তিনি অসাধারণ গেয়েছেন। শ্রোতাদেরও এটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
থ্রিলারধর্মী ছবি '৯৯ ম্যানসন' এ অভিনয় করছেন নওশাবা, শামস, স্ট্যানিং মিতু, শিমুল খান প্রমুখ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ছবিটির শ্যুটিং শুরু হয় মালয়েশিয়ায়।
বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৭/ফারজানা