‘বেবি’ ছবির প্রিক্যুয়েল 'নাম শাবানা' ছবিতে অভিনয় করেছেন তেলেগু ছবির নিয়মিত নায়িকা তাপসী পান্নু। গতকাল প্রকাশ পেয়েছে ছবিটির দ্বিতীয় ট্রেলার।
২০১৫-র হিট ছবি ‘বেবি’-র প্রিক্যুয়েল এই ছবিটি শাবানা খান নামে এক ভারতীয় এজেন্টকে ঘিরে। গোয়েন্দাদের গোপন দুনিয়ায় প্রবেশ, প্রশিক্ষণ পাওয়া ও তার একের পর এক গোপন অপারেশনের গল্প বলবে ছবিটি। শাবানার ভূমিকায় রয়েছেন ‘পিঙ্ক’-এর সাড়া জাগানো অভিনেত্রী তাপসী পান্নু। ট্রেলারে তাপসীকে সাহসী এক নারী এজেন্টের ভূমিকায় দেখা গেল।
ছবিতে আছেন অক্ষয় কুমারও। অক্ষয়ই শাবানাকে প্রশিক্ষণ দেন যাতে তিনি বিশ্বের সেরা অপরাধীদের ধরতে পারেন। ছবিতে আরও আছেন মনোজ বাজপেয়ী ও অনুপম খের। নীরজ পান্ডের সঙ্গে ছবিটি পরিচালনা করেছেন শিভাম নায়ার। আগামী ৩১ মার্চ মুক্তি পাচ্ছে ‘নাম শাবানা’।
এর আগে আরও কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করলেও তাপসী পান্নু নজর কেড়েছেন অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পিঙ্ক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। দেখে নিন 'নাম শাবানা' ছবিটির দ্বিতীয় ট্রেলার-
বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৭/হিমেল