বলিউড অভিনেতা শাহরুখ খান ও আমির খানকে কিছুদিন আগেই নেটফ্রিক্সের আড্ডায় একসঙ্গে দেখা গেছে। সেই আড্ডায় এই দুই অভিনেতাকে বেশ বন্ধুভাবাপন্নও মেজাজেই দেখা গেছে। আবার আমিরর ৫২তম জন্মদিনে নিমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন শাহরুখকে। তাই স্বাভাবিকভাবেই এই দুই মহা তারকার ভক্তদের মনে তাদের একসঙ্গে দেখা যাবে এমন কৌতুহল জেগেছে।
আসলেই তাদের এক সঙ্গে দেখা যাবে কিনা এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাতকারে শাহরুখ খান বলেন, “আমিরের সঙ্গে আমার বরাবরই সুসম্পর্ক ছিলো। নতুন করে আমাদের একসঙ্গে দেখা যাচ্ছে বিষয়টি এমন নয়। তবে আমরা একে অপরের শুভাকাঙ্খী এবং বেশ কিছু অনুষ্ঠানে আমাদের একসঙ্গে দেখা গেছে তার অর্থ এই নয় যে, সামনে আমরা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছি! আপাতত আমিরের সঙ্গে কাজ করার কোনো পরিকল্পনা নেই আমার।”
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫