বাংলাদেশের সিনেমার বিশ্ব পরিবেশনায় নিয়োজিত প্রতিষ্ঠান ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র বাংলাদেশ শাখার প্রধান নির্বাহী হিসেবে যুক্ত হয়েছেন চলচ্চিত্র সাংবাদিক ও উপস্থাপক সৈকত সালাহউদ্দিন।
উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে প্রতিষ্ঠানটি বাংলা সিনেমার পরিবেশনা করছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় কানাডায় অবস্থিত। এছাড়া আমেরিকায় রয়েছে শাখা কার্যালয়। এরই মাঝে তারা পরিবেশনা করেছে ‘শিকারী’, ‘আয়নাবাজি’, ‘প্রেমী ও প্রেমী’। এই প্রথম বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
এ প্রসঙ্গে সৈকত সালাহউদ্দিন বলেন, 'আমাকে বাংলাদেশ শাখার প্রধান নির্বাহী করায় আমি প্রেসিডেন্ট, ব্যবস্হাপনা পরিচালক, পরিচালকসহ দেশে বিদেশে যারাই যুক্ত আছেন গভীর কৃতজ্ঞতা জানাই। এখানে সংযুক্ত হওয়ায় আমাকে মিডিয়া বা উপস্থাপনা কোনকিছুই ছাড়তে হবে না। স্বাধীনভাবেই কাজ করতে পারব।'
সবার সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, 'সিনেমা বিশ্ববাজারে পরিবেশনা চলছে, চলবে। স্বপ্ন শুধু এটুকুই নয়। সিনেমা প্রযোজনাও করবে এই প্রতিষ্ঠান।'
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল