'সুখী মিরগঞ্জ' নামের নতুন একটি ধারাবাহিক নির্মাণ করছেন সুমন আনোয়ার। এতে ভিন্নরকম গেটআপে হাজির হচ্ছেন আফরান নিশো। 'সুখী মিরগঞ্জ' নাটকে দ্বৈত চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেতাকে।
সুমন আনোয়ার জানান, 'সুখী মিরগঞ্জ' সিচুয়েশনাল কমেডি ধাঁচের নাটক। নাটকটিতে নেতিবাচক চরিত্রগুলোকে প্রাধান্য দেয়া হয়েছে। তাদের ইতিবাচক দিকগুলোর সঙ্গে দর্শক পরিচিত হবেন। নাটকে আফরান নিশো একজন খুনীর চরিত্রে থাকছেন। নাটকে দ্বৈত চরিত্রে থাকছেন তিনি। মানে নিশো মোবারক (বাবা), নিশোই ফারুক (ছেলে)।
'সুখী মিরগঞ্জ' নাটকে আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, প্রভা, কে এস ফিরোজ, শ্যামল মাওলা প্রমুখ।
বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/ফারজানা