আইয়ুব বাচ্চুর প্রথম গিটার শো ‘সাউন্ড অফ সাইলেন্স’ আগামী শুক্রবার পরিবেশিত হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ শো'র আয়োজন করা হয়েছে। নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে ভক্তদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন এলআরবির।
আইয়ুব বাচ্চু বলেন, ‘প্রথমবারের মতো গিটার শো নিয়ে আসছি আগামী ২৪ মার্চ (শুক্রবার) বিকাল ৫টায়। ‘সাউন্ড অফ সাইলেন্স’ শিরোনামের এ অনুষ্ঠানটি লাইভ দেখতে পারবেন আপনারা।’
এর আগে গিটার শো নিয়ে তিনি বলেছিলেন, ‘কনসার্টে শুধু গানই গাওয়া হয়। গিটার বাজানো হয় খুব কম। তাই গিটার বাজানো ও শোনানোর ক্ষুধাটা থেকে যায়। সেই চিন্তা থেকেই শুধু গিটার নিয়ে লাইভ কনসার্টের পরিকল্পনাটা করেছিলাম অনেক আগে, সেটির বাস্তবায়ন হচ্ছে এখন।
ঢাকা ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে দেশের আরও ৫টি বিভাগে এই শো’র আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/এনায়েত করিম