অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজকের খাতাতেও নাম লিখাতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। মালেক আফসারির 'অন্তর জ্বালা' ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক হচ্ছে তার।
জানা গেছে, প্রযোজনার পাশাপাশি এই সিনেমায় অভিনয়ও করেছেন জায়েদ খান। তার সঙ্গে ছবির কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেছেন পরীমণি। তদের দুজনের অভিনয় খুবই প্রশংসিতও হয়েছে। এমনকি এই ধরণের কাহিনী এবং পরিস্ফুটন দীর্ঘদিন পর দেখেছেন বলে জানিয়েছেন সেন্সর বোর্ড। এছাড়া এই ছবিতে পরীর অভিনয় বিশেষ নজর কেড়েছে বলেও জানা গেছে।
এই প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে জায়েদ খান বলেন, আমার প্রযোজনার 'অন্তর জ্বালা' ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পাচ্ছে বলে খবর পেয়েছি। এছাড়া আমার ও পরীর রসায়নও প্রশংসিত হয়েছে বলে জানা গেছে। প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছি। মূলত, ছবিটির গল্প শোনার পরপরই সিদ্ধান্ত নেই প্রযোজনার। অনেকটা হুট করেই এ খাতায় নাম লেখালাম।
অন্যদিকে পরীমণি বলেন, এই ছবিতে আমার চরিত্র ছিল খুবই চ্যলেঞ্জিং। নিজের অভিনয়ের সেরাটা ঢেলে দিয়ে এই ছবিতে কাজ করেছি। বাকিটা দর্শকরাই বিচার করবেন।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/এনায়েত করিম