ধর্ম অবমাননার অভিযোগ এনে ভারতের জনপ্রিয় অভিনেতা-পরিচালক কমল হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে কট্টরপন্থী সংগঠন হিন্দু মাক্কাল কাচ্চি।
সংগঠনটির অভিযোগ, কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে কমল হাসান 'মহাভারত' এর প্রসঙ্গ টেনে বলেছিলেন এতে নারীদের অবমাননা করা হয়েছে।
সেই সূত্র ধরেই চেন্নাইয়ের সিটি পুলিশ কমিশনারেটে জনস্বার্থ মামলা করা হয়েছে। ওই সংগঠনের পক্ষ থেকে কমল হাসানের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিও জানানো হয়েছে।
হিন্দু মাক্কাল কাচ্চির সদস্যদের অভিযোগ, এই ধরনের উক্তির ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে কমল হাসানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/ফারজানা