'ভূমি' ছবির জন্য শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে জানায়, ছবিটির একটি অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে পাঁজরে আঘাত পান সঞ্জয়। সেটা খুব বেশি গুরুতর না হলেও তাকে পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।
উত্তর প্রদেশের চম্বলে শ্যুটিং চলছে 'ভূমি'র। সেটে উপস্থিত থাকা লোকজন জানান, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে ব্যথা অনুভব করেন সঞ্জয়। পেইনকিলার খেয়ে দৃশ্য শেষ করলেও ব্যথা বাড়ছিল। ক্রমেই অবস্থার অবণতি হতে থাকে। শ্যুটিং শেষে এক্স রে করান সঞ্জয়। তার পাঁজরে সামান্য চিড় ধরা পড়েছে।
বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/ফারজানা