কপিল শর্মা। শুধু পারফর্মার বা কমেডিয়ানই নন। তাঁর কাছে কপিল আসলে দীর্ঘ দিনের বন্ধু। বহু বছরের সহকর্মী। কিন্তু সেই চেনা মানুষটাই সে দিন হঠাৎ যেন পাল্টে গিয়েছিল। রেগে গিয়েছিলেন বিমানের মধ্যেই। মদ খেয়ে তার গায়েও নাকি হাত তোলেন! এ সব অভিযোগ সংবাদমাধ্যমে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তিনি অর্থাৎ ঘটনার কেন্দ্রে থাকা সুনীল গ্রোভার এতদিন চুপ করে ছিলেন। অফিশিয়ালি কোন অভিযোগও দায়ের করেননি।
তবে এই নিয়ে গত সোমবার প্রকাশ্যে দু’রকম কথা বলেছেন কপিল। কখনো বলেছেন তার কোন ঘটনার কথা মনে পড়ছে না। আবার কখনো বা সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, ভাল কাজের স্বার্থে ঝগড়া হতেই পারে।
এত সব কিছুর পরে ওয়েব ওয়ার্ল্ডেই কপিলকে খোলা চিঠি লিখলেন সুনীল। সুনীল লিখেছেন, আমাকে গভীর ভাবে আঘাত করেছ তুমি। তোমার সঙ্গে কাজ করা মানে একটা শেখার অভিজ্ঞতা। শুধু একটাই উপদেশ, সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, মানুষ আর জন্তুর মধ্যে কিছু পার্থক্য তো থাকে। সকলে তোমার মতো সফল নয়। তোমার মতো প্রতিভাবানও নয়। কিন্তু সবাই যদি তোমার মতো প্রতিভাবান হয়, তা হলে তোমার মূল্য কে দেবে? সুতরাং তাঁদের উপস্থিতিরও কিছু মূল্য দাও। আর যদি কেউ ভুল ধরিয়ে দেয় তাকে দোষ দিও না। নারীদের সামনে কোন অশ্রাব্য শব্দ বলো না। তোমার স্টারডম নিয়ে তাঁদের কিছু যায় আসে না। তাঁরা তোমার সঙ্গে ট্রাভেল করছেন মাত্র। ওটা যে তোমার শো সেটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। যাকে হোক, যখন খুশি শো থেকে বের করে দেওয়ার ক্ষমতাও তোমার রয়েছে। …তোমার কাজের ক্ষেত্রে তুমিই সেরা। কিন্তু ভগবানের মতো আচরণ করো না। নিজের যত্ন নিও। তোমার আরও অনেক সাফল্য কামনা করি। সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার