আমির খানের 'দঙ্গল'-এর অভিনয় থেকে গল্প সবটাই উচ্চ প্রশংসিত হয়েছে। অভাবনীয় সাফল্যও পেয়েছে ছবিটি। এখনো পর্যন্ত বক্স অফিসে ৩০০ কোটিরও বেশি আয় করেছে ছবিটি। সব মিলিয়ে একের পর এক ছক্কা হাকিয়েছে আমির খানের ‘দঙ্গল’। এবার তাই 'দঙ্গল পার্ট-২' নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করলেন আমির খান।
জানা গেছে, সব কিছু ঠিক থাকলে হয়তো ২০১৮ সালের শেষের দিকেই 'দঙ্গল-২' পর্দায় দেখার সৌভাগ্য হবে সিনেপ্রেমীদের। তবে এবার নতুন দঙ্গল-এ কাদের গল্প বলবেন পরিচালক নীতেশ তিওয়ারি? আবার কী গীতা, ববিতার পরবর্তী জীবনই ফুটে উঠবে সিনেমার পর্দায়?
জানা গেছে, এবার গীতার ছোট বোন ভিনেশ ফোগতই হবে 'দঙ্গল-২'-এর প্রধান চরিত্র। ২২ বছর বয়সে কুস্তিতে সোনা জিতেছিলেন ভিনেশ। কিন্তু শেষ পর্যন্ত মারাত্মক হাঁটুর চোটে ছিটকে গিয়েছিলেন জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে। তার পরেও আবার ঘুরে দাঁড়ানো। চোট সারিয়ে আবারও ফিরেছিলেন নিজের জেদে। কমনওয়েলথ গেমস-এ অংশ নিয়ে এসেছিল সাফল্যও। ২০১৪-তে গ্লাসগ্লো কমনওয়েলথ-এ সোনা জিতেছিলেন তিনি। এশিয়ান গেমস থেকেও এনেছিলেন রূপা। সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার