বলিউডের সাম্প্রতিকে সময়ের অন্যতম তুখোড় অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী। হারামখোর সিনেমায় অভিনয় করেছেন স্কুল শিক্ষকের চরিত্রে, বজরঙ্গি ভাইজানে সাংবাদিক, ফ্রিকি আলীতে একই সঙ্গে হকার ও গলফার। তবে এবার পেশাদার খুনির চরিত্রে দেখা যাবে নওয়াজ উদ্দিন সিদ্দিকীকে।
তার মুক্তির প্রতীক্ষায় থাকা 'বাবুমসাই বন্দুকবাজ' ছবিতেই তাকে এ চরিত্রে দেখতে পাবেন ভক্তরা। সম্প্রতি ছবিটির পোস্টার শুটিংয়ের এক ফাঁকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খোদ নওয়াজউদ্দিন।
ছবিটি নিয়ে তিনি বলেন, ‘এখানে একজন পেশাদার খুনীর চরিত্রে অভিনয় করছি আমি। বাবুমসাই চরিত্রটি গ্যাংস অফ ওয়াসিপুর থেকে আলাদা।’ ছবিটি পরিচালনা করেছেন সুশান নন্দি। নওয়াজউদ্দিন ছাড়া আরও অভিনয় করেছেন বিদিতা বাগ, তাহির রাজ, প্রসেনজিৎ চ্যাটার্জি, রুপা গাঙ্গুলি সহ অনেকে।
সূত্র-বলিউড লাইফ