সহ অভিনেতা সুনীল গ্রোভারের কাছে ক্ষমা চেয়ে নিলেন কপিল শর্মা। সম্প্রতি বিমানের মধ্যেই সুনীলকে চড় মারেন কপিল। কপিলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সে সময় মদ্যপ ছিলেন কপিল। ফেসবুকে এই ঘটনার কথা স্বীকার করেন কপিলও। এ ঘটনার জেরে ক্ষুব্ধ সুনীল কপিলের সঙ্গে আর কাজ না করার কথা জানিয়ে দেন।
এরপর মঙ্গলবার টুইটারে ক্ষমা চেয়ে কপিল লিখেছেন, ‘সুনীল, তোমাকে অনিচ্ছাকৃত আঘাত করার জন্য আমি দুঃখিত। তুমি তো জান, আমি তোমাকে কত ভালবাসি। আমি নিজেও হতাশ। তোমাকে চিরকাল ভালবাসব।’
‘দ্য কপিল শর্মা শো’-এর অন্যতম অভিনেতা সুনীল ‘ডঃ মাসুর গুলাটি’, ‘রিঙ্কু ভাবী’র চরিত্রে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। মতপার্থক্য মিটিয়ে নিতে কপিলকে অনুরোধ করেন তার ফ্যানেরা। এরপরেই টুইট করেন কপিল। সুনীল এবার কী করবেন সেটাই এখন দেখার বিষয়।
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩