টেলিভিশন অথবা রুপোলি পর্দার নায়িকাদেরও অনেক রকম লাঞ্ছনার শিকার হতে হয়। সম্প্রতি সে রকমই এক রকম অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পাংখুরি অবস্তি।
অল্প কিছুদিনের মধ্যেই টেলিভিশন শো ‘কেয়া কসুর হ্যায় অমলা কা?’-এর সম্প্রচার শুরু হবে। তাতে এক ধর্ষিতা যুবতীর ভূমিকায় অভিনয় করছেন পাংখুরি। সেই প্রসঙ্গেই তিনি কথা বলছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে।
কোন এক প্রসঙ্গে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমি দেশের অনেকগুলো শহরে থেকেছি। দিল্লি, চণ্ডীগড়, নয়ডা, বেঙ্গালুরুর মতো শহরে থাকার অভিজ্ঞতা আমার রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে, নগরজীবন মেয়েদের জন্য খুব একটা নিরাপদ নয়।’
আসন্ন সিরিয়ালে তিনি এক ধর্ষিতার ভূমিকায় অভিনয় করছেন। সেই প্রসঙ্গ টেনে পাংখুরি বলেন, ‘আমিও জীবনে অনেক রকম অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হয়েছি। যখন দিল্লিতে থাকতাম, তখন রোজ মেট্রোয় চড়ে কলেজ যেতে হতো। সেই সময়ে ভিড়ের মধ্যে অনেক অপ্রীতিকর ঘটনাই ঘটেছে আমার সঙ্গে। কিন্তু তখন ছোট ছিলাম, প্রতিবাদ করার সাহস ছিল না। এখনও মাঝে মাঝে মনে হয়, রাত্রিবেলা কোনও মেয়েকে যদি শহরের রাস্তায় একা বেরোতে হয়, কতখানি ভয় বুকে নিয়ে হাঁটতে হবে তাকে।’
তবে বর্তমানে যে কোনও লাঞ্ছনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস তাঁর আছে বলেই মনে করেন পাংখুরি। তিনি বলেন, ‘দিন কয়েক আগে আমি বেঙ্গালুরু গিয়েছিলাম। কয়েক জন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম। আমার পরণে ছিল একটা শর্ট স্কার্ট। সেই সময়েই হঠাৎ খেয়াল করলাম, একটা লোক পেছন থেকে এসে আমার স্কার্টের তলায় হাত দিচ্ছে। আমার উরু স্পর্শ করছিল লোকটা। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে লোকটাকে টেনে একটা চড় মারলাম।’
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬