একদিন বাকি। আগামিকাল ২৩ মার্চ কঙ্গনা রানাউতের জন্মদিন। সেদিনই ঝাঁসির রানির বায়োপিকের কাজ শুরু করে দেবেন নায়িকা। তবে কেতন মেটার পরিচালনায় নয়! বদলে গেছে পরিচালক। এসেছেন 'গব্বর ইজ ব্যাক'- এর পরিচালক কৃষ।
রানি লক্ষ্মীবাঈয়ের বায়োপিক ইংরেজিতে বানাতে চেয়েছিলেন কেতন। স্বাভাবিকভাবেই যার অডিয়েন্স রিচ বেশি। কিন্তু এই প্রস্তাবে বেঁকে বসেছিলেন খোদ কঙ্গনাই। ছবির মূল এসেন্স নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন অনেকে। শেষ পর্যন্ত সরে দাঁড়ান কেতন। তার জায়গায় আসেন ‘গব্বর ইজ ব্যাক’এর পরিচালক কৃষ। শোনা যাচ্ছে, নামী এক প্রযোজনা সংস্থাও নাকি নির্মাতাদের পাশে দাঁড়িয়েছে। আপাতত ছবির নাম ঠিক হয়েছে ‘মণিকর্ণিকা’। স্ক্রিপ্ট লেখার দায়িত্বে কে ভি বিজয়েন্দ্রপ্রসাদ। যিনি ‘বজরঙ্গি ভাইজান’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’র চিত্রনাট্যের লেখক। এক সাধারণ মেয়ে বিপদে পড়ে কীভাবে যোদ্ধা হয়ে ওঠে, সেটাই দেখানো হবে ‘মণিকর্ণিকা’য়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ