শ্রোতা প্রিয় শিল্পী সুস্মিতা আনিসের আধুনিক গান 'কেউ জানুক আর নাই জানুক' -এর মিউজিক ভিডিও ইউটিউবে ১ মিলয়নেরও বেশি দর্শক উপভোগ করেছেন।
এ উপলক্ষে ২২ মার্চ, ২০১৭ সন্ধ্যায় অদিতের স্টুডিওতে 'কেউ জানুক আর নাই জানুক' গানের শিল্পী সুস্মিতা আনিস, সঙ্গীত পরিচালক অদিত রহমান এবং মিউজিক ভিডিও’র পরিচালক তানিম রহমান অংশু কেক কেটে ওয়ান মিলিয়ন ভিউ উদযাপন করেন।
সুস্মিতা আনিস বলেন, শুদ্ধ সঙ্গীতের প্রসারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। 'কেউ জানুক আর নাই জানুক'-রোমান্টিক ধাঁচের আধুনিক গান। শ্রোতা-দর্শকদের গানটি ভালো লেগেছে বলে তারা এটি উপভোগ করেছেন। শিল্পী হিসাবে শ্রোতাদের কাছ থেকেই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
'কেউ জানুক আর নাই জানুক'-এর মিউজিক ভিডিও ২৬ ফেব্রুয়ারি রিলিজ করা হয়েছিল।
মিউজিক ভিডিওতে অভিনয় করেন, জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং মডেল-অভিনেত্রী মেহজাবিন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন তানিম রহমান অংশু।
মিউজিক ভিডিওতে অংশ নেয়া অভিনেতা অপূর্ব বলেন, আধুনিক গানের একটা মিউজিক ভিডিও বারো লাখেরো বেশি দর্শক উপভোগ করেছেন, এটাই একজন শিল্পী হিসাবে আমার কাছে খুবই আনন্দের।
মডেল মেহজাবীন বলেন, আমি খুবই এক্সাইটেট। খুবই ভালো লাগছে। এত দর্শক আমাদের কাজটি উপভোগ করেছেন। তাদের ধন্যবাদ।
মিউজিক ভিডিওটির পরিচালক তানিম রহমান অংশু জানান, শিক্ষকের প্রেম পড়া এক ছাত্রীর অব্যক্ত অনুভূতি-ভালোবাসা দিয়ে মিউজিকটির ভিডিও’র সাজানো গল্পটি দর্শকদের পছন্দ করেছেন। এটাই এই মিউজিক ভিডিও’র একজন টিম মেম্বার হিসাবে আমার বড় পাওয়া।