‘কুইন’ ছবির রানির সঙ্গে বাস্তবের কঙ্গনা রানাউতের একটু হলেও মিল রয়েছে। রিল লাইফে বিয়ে না করে একা একাই মধুচন্দ্রিমায় চলে গিয়েছিলেন রানি। আর রিয়েল লাইফে নিজের জন্মদিনে নিজেকেই উপহার দিলেন কঙ্গনা। কী সেই উপহার?
গতকাল ২৩ তারিখ ছিল তাঁর ৩০তম জন্মদিন। বি-টাউন সূত্রের খবর, এই উপলক্ষেই নিজেকে একটি বিলাসবহুল বাংলো উপহার দিয়েছেন নায়িকা। নিজের খার এলাকার বাড়িটির পাশেই নতুন এই বাংলোটি কিনেছেন তিনি। শুধু তাই নয়, জনপ্রিয় ডিজাইনার শবনম গুপ্তের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এর সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইনও করেছেন কঙ্গনা নিজেই।
শোনা যাচ্ছে, নিজের মানালির বাড়ির মতোই তিন তলা এই নতুন বাংলোতেও পাহাড়ি ছোঁয়া রাখতে চেয়েছেন তিনি। আর সেই জন্যই বাড়ির ফ্লোর থেকে ছাদ সবটাতেই পাথর আর ইটের লুক রাখা হয়েছে।
কিছুদিনের মধ্যেই ‘মণিকর্ণিকা’ ছবির কাজে হাত দেবেন কঙ্গনা। এই ছবিতে রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই নাকি হাত দেবেন ছবি পরিচালনার কাজেও।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৭/হিমেল