কাউন্ডডাউন শুরু হয়েছে আইপিএল দশের। আর তার আগেই কেকেআর শিবিরে বড়সড় ধাক্কা। কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার শাহরুখ খান, গৌরি খান ও জুহি চাওলাকে শো-কজ নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) লঙ্ঘন করার জন্যই তাদের শো-কজ নোটিস দেওয়া হল। FEMA ২০০০-এর ৪(১) নম্বর আইন অনুযায়ী কিং খান, গৌরি ও জুহিকে নোটিস পাঠানো হল।
জানা গেছে, Knight Riders Sports Private Limited (KRSPL)-কেও নোটিস পাঠানো হয়েছে। যে কোম্পানিটি নাইট দলের মালিক। প্রথমে রেড চিলিজ এন্টারটেনমেন্টের ডিরেক্টর গৌরি খানের নামে সমস্ত শেয়ার কেনা হত। তবে পরে ২ কোটি টাকার নতুন শেয়ার কেনে KRSPL। যার মধ্যে ৪০ লাখ শেয়ার দেওয়া হয় জুহিকে।
অভিযোগ, বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সেই সব শেয়ার বিক্রি করা হয়েছে। ফলে ৭৩.৬ কোটি টাকা ক্ষতি হয়েছে FEMA'র।
এই ইস্যুতে শাহরুখ ও অন্যান্য সহ-কর্ণধারদের আগেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাদের বয়ান রেকর্ড করা হয়েছে।