'একটি নিষিদ্ধ ভালোবাসা' শিরোনামের একটি টেলিফিল্মে কাজ করেছেন জাকিয়া বারী মম। একজন পতিতা ও অন্ধ লেখকের প্রেমের কাহিনী নিয়ে টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন জে এস মিশু।
মম বলেন, আমি সবসময় একটু ভিন্ন ধাঁচের গল্পে অভিনয় করতে পছন্দ করি। আর এই টেলিফিল্মের গল্পে তেমনই ভিন্নতা রয়েছে। ফলে এর গল্প শুনেই বুঝতে পারি টেলিফিল্মটিতে অভিনয়ের অনেক জায়গা রয়েছে। অনেকদিন পর একটি ভিন্ন ধাঁচের গল্পে কাজ করলাম। অনেক ভালো একটি অভিজ্ঞতা হলো।
নির্মাতা বলেন, যখন আমি গল্পটা লিখি তখনই আমি এই চরিত্রে জাকিয়া বারী মমকে কাস্টিং করার সিদ্ধান্ত নিই। তাকে ভেবেই গল্পটি তৈরি করা। আশা করছি, কাজটি সবার কাছে ভালো লাগবে।
'একটি নিষিদ্ধ ভালোবাসা' টেলিফিল্মে আরও অভিনয় করেছেন পাভেল, ফারহা মিঠু, লুৎফর রহমান জর্জ, শর্মিলী আহমেদ, মনির, পারিসা এবং অরিন।
বিডি প্রতিদিন/২৫ মার্চ, ২০১৭/ফারজানা