গেলো শুক্রবার মুক্তি পেয়েছে অনসালি লাল পরিচালিত ও আনুশকা শর্মা অভিনীত সিনেমা ফিলাউরি। আর মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় ৪ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
ফিলাউরি একটি স্বল্প বাজেটের সিনেমা। মাত্র ২১ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আর তাই ছবিটির প্রথম দিন ভালোই ব্যবসা সফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, প্রথম দিন প্রত্যাশার চেয়ে ভালো ব্যবসা করেছে ফিলাউরি। এভাবে চলতে থাকলে প্রথম সপ্তাহেই লাভের মুখ দেখবে ছবিটি।
নারীকেন্দ্রিক অন্যান্য ছবির চেয়ে এই ছবির শুরুটা ভালো ছিল।এর আগে সর্বজিত প্রথম দিনে আয় করেছিল ৩ দশমিক ৬৯ কোটি। তবে কাহানি টু (৪.২৫ কোটি) এর চেয়ে কিছুটা পিছিয়ে আছে ছবিটি। অবশ্য স্যাটেলাইট ও মিউজিক সত্ত্ব থেকে ইতোমধ্যে ১২ কোটি আয় করেছে ফিলাউরি।
সূত্র: বলিউড হাঙ্গামা