বলিউডের তারকা অভিনেত্রীদের পিছনে ফেললেন দীপিকা পাড়ুকোন। এর মধ্যে হালের আলোচিত উঠতি অভিনেত্রী আলিয়া ভাট যেমন আছেন, তেমনি তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর এবং সম্প্রতি হলিউডি বনে যাওয়া প্রিয়াঙ্কা চোপড়াও।
প্রশ্ন হচ্ছে কোন দৌড়ে এই সুন্দরী শ্রেষ্ঠাদের হারালেন দীপিকা পাড়ুকোন? উত্তরটি হচ্ছে ২০১৬-১৭ অর্থবছরে এই বলিউড নারীদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন তিনি। দীপিকা তার দেশের সরকারকে সোয়া ১০ কোটি রুপি (১.৮মিলিয়ন ডলার)। গত বছর তার পরিশোধ করা ট্যাক্সের পরিমাণ ছিল প্রায় ৯ কোটি রুপি।
এই তালিকায় দীপিকার পরে আছেন আলিয়া ভাট। তিনি ট্যাক্স পরিশোধ করেছেন ৪.৩৩ কোটি রুপি। আর ৩.৯ কোটি রুপি পরিশোধ করে কারিনা আছেন তৃতীয় স্থানে। তবে গত বছর তিনি দিয়েছিলেন ৭ কোটি রুপির মতো। তবে এবার অন্তঃসত্ত্বা হওয়া ও সন্তান জন্মদানের কারণে তার ধারাবাহিক কাজে বিরাম ঘটে।
তবে, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এমনকি কঙ্কনা রানাউতের নাম ট্যাক্স পেয়ার নারী তারকাদের টপ লিস্টে নেই।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/মাহবুব