খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানার ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’। তার নারী ভক্তের সংখ্যাও কম নয়। কিন্তু একসময় চেহারার জন্যই প্রযোজকদের কাছে ‘না’ শুনতে হয়েছে তাকে সম্প্রতি এমনটাই জানান আয়ুষ্মান খুরানা।
টেলিভিশন সিরিয়ালে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করে ছিলেন। এরপর বেশকিছু টিভি শোতে সঞ্চালনা করেছেন। তার মাঝেই বহুবার প্রযোজকদের কাছে ‘না’ শুনেছেন। অবশেষে ২০১২ সালে তাঁর ছবি ভিকি ডোনর যথেষ্ট ভালো সাড়া ফেলে দেয়।
সম্প্রতি একটি ইন্টারভিউতে আয়ুষ্মান জানান, “আমি ‘ক্যায়ামত’ নামের একটি সিরিয়ালে দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করছিলাম। তখন আমায় কেউ চিনতো না। আমাকে প্রত্যাখ্যান করার জন্য প্রযোজকরা বলতেন যে আমার ভ্রু খুব মোটা এবং আমার চেহারা নায়কোচিত নয়।” এরপর টিভি শোতে সঞ্চালনা করার সময় তার জীবন ঘুরে দাঁড়ায়। এরপর ভিকি ডোনর ছবিতে অভিনয় করে জিতে নেন বহু মানুষের মন। আর পরবর্তী ঘটনা তো সবারই জানা।
সূত্র:কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ৮ মে ২০১৭/ ই জাহান