বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানীর আপত্তিপত্রের ভিত্তিতে ফল পুনরায় প্রকাশ করা হবে। এখন চলছে ভোট গণনার কাজ। রবিবার (৭ মে) ওমর সানী নির্বাচন কমিশন বরাবর ভোট বাতিল চেয়ে আবেদন করেন। সেই আবেদন আমলে নিয়ে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেয়।
এ ব্যাপারে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর জানান, সোমবার (৮ মে) দুপুর ১২টা থেকে নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের সদস্যদের উপস্থিতিতে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গণনা শুরু হয়, শেষ হতে রাত হবে। এরপর ফল পুনরায় প্রকাশ করা হবে মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায়।
উল্লেখ্য, গত ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার