বলিউডের বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর আগামী ১৫ জুলাই ঢাকায় আসবেন। বসুন্ধরা কনভেনশন সেন্টারে আমন্ত্রিত দর্শকদের সাথে কথোপকথনে অংশ নেবেন বরেণ্য এই অভিনেত্রী। এছাড়া আলাপচারিতায় তার পারিবারিক জীবন ও চলচ্চিত্র ক্যারিয়ার নিয়েও কথা বলবেন।
অনুষ্ঠানে গান গাইবেন ভারতের এ সময়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশল্পী জিত্ গাঙ্গুলি। জিত্ গাঙ্গুলিও এই প্রথম ঢাকায় পারফর্ম করতে আসছেন। এরই মধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকায় এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েই পরদিন মুম্বাইতে চলে যাবেন শর্মিলা ঠাকুর। তবে জিত্ গাঙ্গুলি ঢাকায় ১৫ জুলাইয়ের অনুষ্ঠানের পর চট্টগ্রামে আরও একটি কনসার্টে অংশ নেবেন।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৭/এনায়েত করিম