মডেল-অভিনেত্রী সারিকাকে বিয়ে করে প্রথম আলোচনায় আসা মাহিম করিম চলচ্চিত্রে নামার ঘোষণা দিয়ে রীতিমতো চমকে দেন দেশীয় সাংস্কৃতিক বলয় সংশ্লিষ্টদের। এবার তার ছবির নায়িকার বিষয়টিও চূড়ান্ত হয়েছে। তার ছবির নায়িকা হচ্ছেন কলকাতার টিভি সিরিয়ালের পরিচিত মুখ সৌরিতী ব্যানার্জি। যিনি ২০১৪ সালের মিস ফেমিনা ফাইনালিস্ট।
এ প্রসঙ্গে মাহিম বলেন, ‘সৌরিতী ব্যানার্জি আমার ছবিতে কাজ করবেন। এজন্য আমরা কলকাতায় কদিন আগে একসঙ্গে ফটোশুটও করেছি। আমাদের কাজটি দর্শকরা পছন্দ করবেন বলে বিশ্বাস করি।'
বাংলাদেশ ও ভারতের দুজন পরিচালক যৌথভাবে মাহিমের ছবিটি পরিচালনা করবেন বলে জানা গেছে। এই ছবির বাংলাদেশের পরিচালক ঈশান আরফিন নিতুল ও সংগীত পরিচালক রুম্মান চৌধুরী। তবে ছবিটির নাম এখন চূড়ান্ত হয়নি।
ছবিতে অরজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কাক্কারের মতো তারকারা প্লেব্যাক করছেন উল্লেখ করেন মাহিম।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৭/এনায়েত করিম