গ্ল্যামার ও শারীরিক অবয়বে অনেককেই ছাপিয়ে যান তিনি। হালের দর্শকরা যে ধরনের বডি ল্যাংগুয়েজ চান তার সিংহভাগই রয়েছে এই লাস্যময়ীর মাঝে। তারপরও মাঝে মাঝে কেমন যেন 'আড়াল' হয়ে যান তিনি। এবার এ অভিযোগকে উড়িয়ে দিয়ে শিগগিরই স্বমহিমায় ফিরছেন এ অভিনেত্রী। কারণ তার হাতে এবার চমকাবে 'বিজলী'। বলছি ববির কথা। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে পারে তার হোম প্রোডাকশনের ছবি 'বিজলী'।
বিগত কয়েক মাস ছবিটি নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে ছিলেন ববি। বাংলাদেশ ছাড়াও এ ছবির শুটিং হয়েছে আরও তিনটি দেশে। ভারত ও থাইল্যান্ড পাড়ি দিয়ে আইসল্যান্ডেও প্রথমবারের মতো শুটিং হলো বাংলাদেশের কোনো ছবির। এই বরফ রাজ্যে ক্যামেরা অন হয় ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিটির। ববি চেষ্টা করেছেন বিজলীকে পুরোপুরি মনের মতো সাজাতে।
বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন ববি। তিনি বলেন, যদিও ছবিটির একটি দৃশ্যের শুটিং বাকি রয়েছে, তারপরও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। যুক্তরাষ্ট্র ও ভারতেও হচ্ছে কিছু সাউন্ড এবং টেকনিক্যাল কাজ। সবমিলিয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ছবিটি। শিগগিরই সেই বাকি দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হবে। চেষ্টা করছি, ঈদুল আজহায় ছবিটিকে বড় পর্দায় তুলতে।
ববি আরও জানান, এসব ব্যস্ততার কারণে স্বপন চৌধুরীর বৃদ্ধাশ্রম ছবির শুটিংও আটকা পড়ে আছে। শিগগিরই এই ছবিটির বাকি শুটিংয়েও যোগ দেয়ার কথা রয়েছে তার। এতে সংগীত শিল্পী এসডি রুবেলের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। এ ছবিতে সমাজ বিনির্মাণ সম্পর্কিত বেশ কিছু ম্যাসেজ আছে।
এ ব্যস্ততার সমুদ্র পাড়ি দিয়ে 'পিকনিক' শিরোনামের নতুন ছবির কাজ শুরু করবেন বলে ববি জানান। তিনি বলেন, 'ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবির গল্প লেখা ইতোমধ্যে শেষ হয়েছে। এটি হরর গল্প নিয়ে নির্মিত হবে। এখানে আমি একজন কলেজ শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করব। কলেজ থেকে পিকনিকে বাইরে গিয়ে ভৌতিক কিছু সমস্যায় পড়তে দেখা যাবে। এভাবেই সিনেমাটির গল্প এগিয়ে যাবে। '
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৭/এনায়েত করিম