বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন গভীর রাতে শাকিব খানকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছিল। ঘটনার সময় ভোট গণনার কেন্দ্রেই ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনিও দাবি করেছেন, শাকিবকে মারধর করা হয়েছে।
মৌসুমী বলেন, শাকিবের সঙ্গে যা ঘটেছে, তা শিল্পী সমাজের জন্য অপমান। সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী। তার গায়ে হাত তোলার মানে সমগ্র শিল্পী সমাজের গায়ে হাত তোলা। এরপর তো কেউ এফডিসিতে ঢুকতেই সাহস পাবেন না।
এদিকে, বুক ও ঘাড়ে ব্যথা নিয়ে গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিব খান।
বিডি প্রতিদিন/৯ মে, ২০১৭/ফারজানা