চাটনি খেতে সিলেট যাচ্ছেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। আর এ চাটনি খাওয়ার দৃশ্যই ক্যামেরাবন্দি হবে সেখানে। বলছি পরীমণির পরবর্তী বিজ্ঞাপনের কথা। আগামী সপ্তাহে সিলেটের এক লোকেশনে শুটিং হবে এ বিজ্ঞাপনের।
জানা গেছে, একটি জনপ্রিয় চাটনি ব্র্যান্ডের সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। এটি হতে যাচ্ছে তার সপ্তম বিজ্ঞাপন। অর্থাৎ লাকি সেভেনও বলা যায়।
এর আগে, একটি মিষ্টি কোম্পানি, কোমল পানীয়, বিউটি সোপ, রেফ্রিজারেটর, মেহেদী ও গ্যাস স্টোভের বিজ্ঞাপনে কাজ করেছেন এই লাস্যময়ী।
এদিকে, তার অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির প্রহর গুণছে। এগুলোর মধ্যে মালেক আফসারীর 'অন্তর জালা' ও গিয়াস উদ্দিন সেলিমের 'স্বপ্নজাল' অন্যতম। এছাড়া বেশ কয়েকটি ছবিতে একযোগে শুটিং চালিয়ে যাচ্ছেন পরীমণি।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৭/এনায়েত করিম