দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে এখন অনেকটাই সুস্থ বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সিনেমাতেও কাজ শুরু করেছেন। কিন্তু তারপরো একাকিত্বে ভুগেন এ নায়িকা। তাই সন্তান দত্তক নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন নেপালি বংশোদ্ভূত এই বলিউড অভিনেত্রী। সেই ইচ্ছে এবার পূরণ হতে চলেছে মনীষার।
শোনা যাচ্ছে, ইতিমধ্যে সন্তান দত্তক নেয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। আগামী বছরের মধ্যেই তার ঘরে একটি কন্যা শিশু আসবে। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মনীষা বলেন, ‘আপনারা ঠিকই শুনেছেন। একটি কন্যা সন্তান দত্তক নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করছি। এই বছরের শেষে অথবা ২০১৮ সালের শুরুর দিকে আমার বাড়িতে আমার কন্যা পা রাখবে।’
উল্লেখ্য, ২০১০ সালে সম্রাট দহেলের সঙ্গে বিয়ে হয় মনীষার। বিয়ের দুই বছরের মধ্যেই ভেঙে যায় সেই বিয়ে। বাড়ির সকলের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক হলেও তারা কেউই তার কাছে থাকেন না। সবাই নেপালে থাকেন। ফলে বাড়ি ফিরে একাকিত্বে ভোগেন মনীষা।
সূত্র: ডেকান ক্রনিকলস
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান